শুনছো ভাই?
আমায় একটু মনুষ্যত্ব দেবে?
এ ধরা পূর্ণ আজ অমানুষে।
আমাকে একটা মানুষ দেখাবে?
এ শহর ক্লান্ত আজ
ট্যাংক গোলা আর মেশিনগান বয়ে।
মানুষগুলো আজ বিক্রি হয়ে গেছে
অর্থ আর স্বার্থের কাছে।
শাসক আর শাসিতের মাঝে মৈত্রী
সে তো ইতিহাসের নতুন কোনো পাতা।
এখন মানুষ ভয় পায় রাজাকে
অথচ আগে ঠিক উল্টোটা চক্ষুগোচর হতো।
সে কালে মনুষ্যত্ব ছিল অহরহ
মুল্য ছিল তার ঢের
এখন পাল্লা দিয়ে কমছে মনুষ্যত্বের পরিমাণ ও দাম।
বিলুপ্ত হচ্ছে এ শব্দটি।
তাহলে জগৎ টিকে থাকবে কিরূপে।
এ তো ধ্বংসের সংকেত।
মিলিয়ে যাবে মহাশূন্যে
এ সুন্দর ধরা।
কত মানবের রক্ত পানি করে গড়া স্থাপনা,
কত ত্যাগ-সংগ্রাম!
সব উড়বে ধুলা হয়ে।
এভাবেই শেষ হবে সব।
ঠুনকো অজুহাতে পৃথিবী হবে নিশ্চিহ্ন
তবে চলো-অজুহাতকে কবর দিই,
রক্ষা করি মহী।
ও পাখি! তব ডানায় করে লয়ে আসো
মানবতার বার্তা।
নতুন সুরে গান ধরো আজ
ভাঙাও সবার ঘুম।
একা আমি পারছি না আর
খুঁজতে সঠিক মানুষ।
হয়ে গেছি আজ বড়ই ক্লান্ত।
তবু তো নই আমি থেমে
ঘুরছি জগৎময়।
এক টুকরো মনুষ্যত্বের খোঁজে।