অভিযোগ গুলো মরে গেছে আজ
আসবে কি তার জানাজায়?
চির নিদ্রিত অভিযোগগুলো
দেখিয়ে দিতাম তোমায়।
প্রিয়,
যদি একটিবার আসো সে অজুহাতে
বলে দিতাম সব চাপা কথা,
শেষ করে দিতাম সব অভিমান
ঝেড়ে দিতাম সব ব্যাথা।
আর তো ডাকবো না কভূ-আজই শেষ
একটিবার কি আসা যায় না এ ঠিকানায়?
ক্ষনিকের মাঝেই সবার অগোচরে
দু নয়ন ভরে দেখে নিতাম তোমায়।
দুজনে তো চলেই যাবো দু পথে
হয়তো আর হবে না কভূ দেখা,
কাজল কালো ঐ দুচোখের পানে তাকিয়ে
হবে না শত সহস্র কাব্য লেখা।
আসতে চাইলে তাড়াতাড়ি এসো
চাই না জানাজার বিলম্ব হোক,
লাশকে ধরায় রাখলে নিবিড় কষ্ট পায়
যেমন শতবার মরছে মম মৃত অভিযোগ।