পারিনি নিজের করে রাখতে তোমায়।
নেই আফসোস তাতে
বিন্দুসম।
গেছো ছেড়ে
রিক্ত করে মোরে। তবুও-
নেই একতিল চিত্তক্ষোভ মম।
সুযোগ বুঝে দিয়েছো ব্যথা রাশি রাশি, আর
দিয়েছো বিচ্ছেদ সময় বুঝে।
ফোটে নি হৃদকুঞ্জে বিষাদপুষ্প।
পরিচিত হয়েছিলে সময়ের নিয়মে,
অপরিচিত হয়েছো জীবনের নিয়মে।
মেনে নিয়েছি আমিও নীরবে,
অতি স্বাভাবিকভাবেই।
তবু থেকে যায় কিছু একটা,
কিছু স্মৃতি, কিছু ইতিহাস,
কিছু হাসি আর কান্না।
আর রয়ে যায় কিছু ব্যথা!
নামবিহীন ব্যথা!