এক বুক ভরা স্বপ্ন ছিল মোর,
সব ভেঙে আমি নিজের কাছেই চোর।
আজ বড় অবসাদে ক্লান্ত আমি,
এ জীবন স্বপ্নহীন- তাই গেছে থামি।
দু পদ নড়ে না জীবন- হয়ে আছে স্থবির,
বুকে চাপা ব্যাথাগুলো হচ্ছে আরো গভীর।
জ্যান্ত শরীরে মৃত লাশ বড়ই দুঃসহ বোঝা,
ভগ্ন হিয়ার মানবের তরে বয়ে চলা নয় সোজা।
আজি সে বৃহৎ বোঝা পড়েছে মম ঘাড়ে,
বেদনাগুলো এক মুহুর্ত আমায় নাহি ছাড়ে।
তবু আমি অপেক্ষমান সুদিন আসবে ফিরে,
সাঁতরে আমি উঠবো ঠিকই দুঃখসায়র তীরে।
এ স্বপ্ন দেখি বহুদিন হয় নি আজও পূরণ,
না জানি কবে হয়ে যায় এই অবুঝ স্বপ্নের মরণ।
রাত্রিগুলো নির্ঘুম কাটে দুচোখ ভরা ভয়,
এ চোখ দিয়েই দেখতে হবে স্বপ্নের পরাজয়!
বারবার চাই রাত কেটে যাক- শীঘ্র আসুক ভোর,
ও নিশি তুই এমন কেন, দয়া কি নেই তোর?
মোর এ অপেক্ষার প্রহর যেন মহাকাল,
না জানি কবে যামিনী ভেদে হইবে সকাল।
প্রতীক্ষাতে থাকি কখন শেষ হবে রাতটা,
উঠলে রবি; মুক্তি পাবে অধরা স্বপ্নের আত্মা।