প্রভাতের কুয়াশা থাকে যে রূপ
                   ঘাস ছুঁয়ে,
             চেয়েছিলাম আমিও
    সে রূপে রইবো তব হৃদয়ের মাঝে।
            কভু ভাবিনি এতটা বদলে যাবে হায়,
বদলে দেবে তুমি
                আমাকেও।
রোদের ছোঁয়া পেয়ে তুমি
    হারালে অজানায়,
               রিক্ত করে মোরে।
বেচে আছি তবু
        অপেক্ষায়
শুধু ক্ষুদ্র এক
                    আশা: আবারও হবে ভোর
ফিরবে আবারও তুমি।
        অমাবশ্যার তমিস্রায় যেমন জোনাকি রয়,
  তেমনি এ ক্ষুদ্র আশা।
শুধু তোমার আগমনের আশা
               সে যেন মোর প্রাণ ভ্রমর।