ফাগুন হাওয়া প্রেম হয়ে এসেছিল রুমে,
জানালা দিয়ে পালিয়ে গেলো আমি ছিলাম ঘুমে।
হায় হায় এ-কি হলো আমার হারিয়ে গেলো প্রেম,
কি হবে এই অর্থ দিয়ে কি হবে দিয়ে হেম?
প্রেমের পরশ না যদি পাই-জীবনটা তেজপাতা,
ঘুমের তরে প্রেম হারালাম, হায় রে মাথামোটা।
আবার ফাগুন আসবে ফিরে একটি বছর পরে,
সারা বছর সিঙ্গেল ট্যাগ দেবে লোকে মরে।
কি আর হবে প্রেমবিহীন বেরস জীবন রেখে,
মরে আমি অমর হবো বিশ্ব নেবে দেখে
কেমনে মরি ভাবছি আমি উদাস হয়ে চেয়ে,
ওই দেখা যায় আসতেছে ট্রেন আমার দিকেই ধেয়ে।
না না আমার ভয় লাগে খুব প্রাণ তো আগে বাঁচাই,
একটি বছর সিঙ্গেল থাকি-তবু বেচেঁ পালাই।