নেই আজি বাধা বিঘ্নের পাত্তা,
আজি আমি এক মুক্ত সত্তা।
পেয়ে গেছি জাগতিক কোলাহল থেকে,
যতনে নিজেকে নির্জনে দিয়েছি রেখে।
শত বাক্য বিনিময় করি আত্ম হৃদের সাথে,
স্বর্ণ জীবন হলো তামা কোথায়-কোন খাতে!
বৃথা শক্তি করলাম ক্ষয় মরীচিকার তরে,
অনুতাপে রোদন করে অদ্য হৃদয় মরে।
প্রায়শ্চিত্ত করবো আমি তাই তো সরে এলাম,
বাঁধন ছিঁড়ে অদ্য আমি মুক্তাঙ্গন পেলাম।
প্রভুর নামে করে সাধনা করবো জীবন পার,
ওহে ধরা-বাড়তি জঞ্জাল এবার আমায় ছাড়।