সমুখে দাঁড়ায় যদি
তৃষ্ণার লালায় হয়ে যায় নদী,
সেসবের পাই উদ্দেশ
পুরুষ হ'লে পরে বাকি থাকে শ্লেষ,
কখনও তাই সম্বিৎ ফিরে পাই
ফিরে আসি, আমি আর স্বরূপে নাই।
দেখি আর ভাবি,
সাক্ষাত দেবী!
তারে করে' অবমাননা
অভিশপ্ত জীবনে ক্ষমা হবে না,
নিশ্চিত নরক।
তার চে' মুক্তির আঁকা যাক ছক ---
তারে করে' পূজা-অর্চনা
পাই যদি করুণা, ক্ষমা-মার্জনা
তবেই মানুষ হবো
শুদ্ধ মানুষ হবো।


০৩-০১-২০১৬, সিলেট।