তোমাকে ভালোবাসি। ছুঁলে যদি কলঙ্ক হয়
বলো যদি শারীরিক প্রেম তাহলে আরেকটু আগাই
তোমাকে বোঝাতে হবে ভাষা শেখাতে হবে শারীরিক কসরত
চিনবে সে পথ --- পৃথিবীর সহজ-সরল অথচ মুগ্ধ-মনোরথ।


কিসে কলঙ্ক হয়?
না ছুঁলে কলঙ্ক রটে আমার পৌরুষে
আমি নপংসুক, শারীরিক বিকারগ্রস্ত
আমার হয় না কিছু, আমার অনুভূতি নেই তোমার রূপ-জৌলুসে,
একগাদা অপবাদ তোমার গোপনাঙে থৈথৈ করে।


কিসে অপবিত্র হয়?
তোমাকে দেখলে যদি শরীর এক-আধটুকু শব্দ করে
নেতিয়ে পড়া শরীরের পশম যদি আচমকা সচেতন হয়
কলকলিয়ে ভাসান উঠে পৌরুষের ভিতরে
আমি তবে নাপাক, জমজমের পানীয়ে আমার সতর্কবার্তা।


কিসে সঙ্গম হয়?
ঠোঁটে ঠোঁট আর চোখে চোখে যদি ঘর্ষণ হয়
অপবিত্রি জলে যদি হয় পরস্পরে গোপনে আদান-প্রদান
বর্তমান ঘষে ঘষে পরিপূর্ণ করি তুচ্ছ করে' ভয়
আমি তবে পৃথিবীর সবচে' খারাপ।


ছুঁতে গেলে ' ছি!'
সরে এলে ' ছি!'
তুমি কেমন --- ভালো কি মন্দ সাক্ষী পৃথিবী।


০৯-০২-২০১৬, সিলেট।