পচন-ধরা হাড়ে অনুভূতি জাগ্রত হচ্ছে ইদানীং
নিউরন সক্রিয়; যেন এক একটা ফড়িং
উৎসাহ দিয়ে যাচ্ছে পা থেকে মাথা পর্যন্ত ---
শুক্লপক্ষের মতো আমিও আক্রান্ত ---
পূর্ণিমার প্রতি
যেখানটায় এতদিন অন্ধ ছিল, পড়েছিল যতি
পটপট সে-সবের আজ যেন খুলে গেলো জট,
দিনে দিনে দু'ঊরুর ভাসিছে চিত্রপট!
মুহূর্তে মুহূর্তে বিলীন হচ্ছে অবগুণ্ঠন
উদোম নৃত্য দেখে সারা অঙ্গে আদিম শিহরণ ---
চমকে উঠি
আচমকা চমকে উঠি! এতো এতো থেকেও পাই অবহেলা ভ্রূকুটি।
কাকে তবে দিই টগবগে যৌবন মোর!
নিয়ন্ত্রন করে কে? কার হাতে সূর্য কার হাতে ভোর?
ঘ্রাণ বুঝি সুবিধের নয়! ---
ধরা পড়ছে অভিনয়, অহেতুক কুহুকীর প্রণয়।
যে বীর্যস্রোতে হয়েছ গর্ভবতী
সে লিঙ্গ এখন টানটান --- ভিন্নরূপে; তোমারই প্রতি।


কাঁপে আপাদমস্তক --- নিউরন পষ্ট কথা বলে
আর সব নিউরন এইদিকেই বুঝি আসিছে দলে দলে
পষ্ট দেখি সেসব আসিছে ঢেউ তুলে --- কোলাহলে।