প্রধান সাহেব কহেন, এই যে রহম শোন,
তোর ছেলে তো ভারি বেয়াদব, সালাম দেয়নি তখোন।
কি শিখাচ্ছিস শুনি!
চোখেই পড়ে না তার গাঁয়ের জ্ঞানীগুণী!
রহম কহে ধীরে,
মাফ করবেন, হয়তো দেখেনি ভিড়ে
এত্ত মানুষ! খেয়াল করেনি, আর হবে না এমন।
মনে মনে কহে, মরণ মরণ,
এর বেশি কী চাস!
ময়লার পাশে দম নিতে আমারও দীর্ঘশ্বাস।
এমন সময় কোথা হতে প্রধান-তনয় ছুটে আসে
ধাক্কা সামলে রহম মিয়াঁ ছিটকে পড়ে একপাশে
হাসতে হাসতে প্রধান-তনয় তাকায় আড়াআড়ি।
প্রধান সাহেবও হাসেন, বাচ্চা ছেলে, দুষ্টুর এক হাঁড়ি।
শোন, তোর ছেলেকে সাবধান করে দিস,
বেয়াদব, নইলে বুঝবে আমি কী জিনিস!