আমার মাঝে মন,
নাকি মনের মাঝে আমি?
কে নাড়ে কলকাঠি,
কেমনে দিবসযামি?
আমার মাঝে আমি,
নাকি আমার মাঝে তুমি?
আমিই তো মস্ত-সাধু,
আবার আমিই তো হারামী।
তোমার মাঝে ধরণী,
আবার তুমিই তো কোয়েকাফ।
কখনো তুমি জগৎ জননী,
কখনো কাল-শাপ।
আমি কভু পীরের মুরিদ,
আবার, আমিই ধোঁকাবাজ।
আমার চোখে তাকিয়ে দেখ
হেথা তোমারই বসত-বাস।