মান-অভিমান হলো বেশ ;
আড়চোখে লুকোচুরি ; আর কত?
ধমনীর নিষাদ জুড়ে ক্লান্তির রেশ;
আকাঙ্ক্ষার সাধনা ; আর কত?


মায়ামাখা রজনী আর চৈতালি চাঁদ,
পাশাপাশি দুটি মন আর দুটি হাত;
তবু কেন প্রণয়ে বিস্তর ফারাক?


অভিমানের দেয়াল তুমি যাচ্ছো গড়ে;
বিষাদ প্রলয় মনের মাঝে যাচ্ছে বেড়ে,
বনে গেছে এই মনটা আস্ত নরক।


ভালবাসার বোতাম খুলে ;তুমি শিখাচ্ছো দেহ-তত্ত্ব।
আলগা পিরিতের লাগাম ধরে,আমি শিখছি মোহ-তত্ত্ব।


শরীর জুড়ে পুরুষত্বের ঝড় উঠেছে ; হাত বাড়ালেই তুমি ।
নাহ!!! এত সহজে নয় প্রিয়তমা ; আমি সাধনে হবো প্রেমি ।


এভাবে তাকিওনা প্রিয়তমা ; কামনার ঝড় উঠবে,
বনে যাবো আস্ত এক পিশাচ।
নজর সড়াও মায়া কমাও ; নয়ত কি লাভটা হবে,
বিছিয়ে ভালবাসার জায়নামাজ।