কিছু গল্প, কিছু অভিমান ; বিষাদ বেদনার একটি অভিধান।
একটি আমি ; একটি তুমি আর আমাদের ব্যবচ্ছেদ ব্যবধান।


আধ ভাঙা চাঁদ আকাশ জুড়ে ;  দেখো পড়ছে জোছনা স্বপ্ন চুয়ে,
নীলাম্বরীর নীল নিলিয়ে ; ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনিয়ে,
বইছে দেখো হিমেল হাওয়া ; তোমার খোপার ফুল দুলিয়ে।


কিছু স্বপ্ন,কিছু অংগীকার আর আমাদের লাল নীলের সংসার।
একটি আমি,একটি তুমি আর আমাদের স্বপ্ন পোড়ার হাহাকার।