তোর আর আমার প্রেম দেখে ; আমাদের কামুক ভাবের মিলন দেখে ;
হিংসায় জ্বলছে দুনিয়া ; জ্বলুক।
ঝুম বর্ষণ আর ফাকা বাইপাসে ; হুড তোলা রিকশায় বসে আটশাট ;    
হিংসায় পুড়ছে দুনিয়া ; পুড়ুক।


ভারী বাতাস হানছে আঘাত ; আরো সাথে শীতল পানির ঝাপটা,
নীল পলিথিন গড়েছে দেয়াল তাতে জমছে ওই রুপের তাপটা।


ঠোঁটে ঠোঁটে! ও না লিপলক ; হাত ঘড়িটা টিক -টক
করছে আওয়াজ ; হচ্ছে বাওয়াল ; পাগল হয়েছে দুনিয়া।
হাতে হাত! ও না হাতলক ; নীল পলিথিন টিপ-টপ
করছে আওয়াজ; যেনো মাওয়াল ; মাতাল হয়েছে বৃষ্টিটা!


ল্যাকমি নাকি রিভাজ ; নাকি তোমার ওষ্ঠের মাঝে মিষ্টতা ?
নিঃশ্বাস নাকি বিশ্বাস ; নাকি তোমার প্রেমের মাঝে পূর্ণতা ?


লাখ জোড়া চোখ ; তীব্র চাউনি আর নীল পলিথিনের দেয়াল ;
ঘন নিঃশ্বাস আর ঘামের গন্ধে হারিয়েছি আমাদের খেয়াল।