জ্বলন্ত নিকোটিনের শুভ্র ধোঁয়ায় উড়াচ্ছি প্রেম আর গভীর ভাবনায়,
আমার আষ্টেপৃষ্ঠে আবৃত মায়ায় মিশে থাকা তুমি জ্বলছো অবলীলায়।


লোকারণ্য শহরের বোবা রজনীতে,
শূন্য চুইয়ে পরা জোছনার ;
অবিরত মিশ্রণ মস্তিষ্কে ; ধমনীতে।


ক্লান্ত অমলিন অবাক দৃষ্টিজুড়ে একটি ভোরের প্রতীক্ষা,
বিষাদের নৈকট্যতা ভুলে দু'টি মনের প্রণয়ের অপেক্ষা।


আমি হয়তো থাকবো না একদিন,
মিশে যাবো রাস্তার ধুলোয় ; সূর্যের আলোয় অবাক সূর্যস্লানে।
আমি হয়তো থাকবো না একদিন,
মিশে যাবো নিশির কালোয় ; চঁন্দ্র আলোয় অবাক জোছনাস্লানে।


সেদিন তুমি কেঁদোনা,
সেদিন তোমার চোখের কাজল ধুয়ো না,
সেদিন তুমি কেঁদোনা।


আমি আসবো ফিরে,
হয়তো মানুষ নয় ; কোন এক ঘেমে যাওয়া সন্ধ্যায় দক্ষিণা বাতাস হয়ে।
আমি আসবো ফিরে,
হয়তো মানুষ নয় ; কোন এক ঘেমে যাওয়া সন্ধ্যায় বাসন্তী কোকিল হয়ে।
আমি আসবো ফিরে,
হয়তো মানুষ নয় ; কোন এক ঘেমে যাওয়া সন্ধ্যায় নাকের নোলক হয়ে।