শীতের দাপটটা আমার প্রিয়ার তো সয়না,
তাই সে উষ্ণ কম্বলের ধরেছে যে বায়না।
তাই রাগ করে কিছু খায় না আমার প্রিয়া ।


গ্রীষ্মের প্রকোপটা আমার প্রিয়ার তো সয়না,
তাই সে এক এসির জন্য ধরেছে বায়না।
তাই রাগ করে কিছু খায় না আমার প্রিয়া।


বর্ষার ঝাপটাটা আমার প্রিয়ার তো সয়না,
তাই সে এক ছাতার জন্য ধরেছে বায়না।
তাই রাগ করে কিছু খায় না আমার প্রিয়া।


কেমনে তারে বুঝাই ; কেমনে ঘর সাঁজাই ?
তার কবরে কিভাবে আমি বাসর সাঁজাই ?


তার কবরে তো ফুলের ঘ্রাণটাও যায় না,
তাই রাগ করে কিছু খায়না আমার প্রিয়া।