নিষ্প্রাণ শহরের কংক্রিটে হেটো না প্রিয়তমা ; সেটাও তোমার দিওয়ানা হয়ে যাবে।
বর্ণান্ধ নগরীর ব্যস্ততাকে ছুঁয়ো না প্রিয়তমা ; তাহলে নতুন ইতিহাস জন্ম নিবে।
আমার ভালবাসার প্রমাণ চেয়ো না প্রিয়তমা ; তাহলে তোমার বদনাম হয়ে যাবে।


এই বামপন্থি হৃদয়টা ধীরে ধীরে তোমাতে বিলীয়মান ;
এই বামপন্থি হৃদয়টা ধীরে ধীরে তোমাতে ধাবিতমান।


খোদার কাছে করুণ ফরিয়াদ ; তোমার জন্য আরেকটি সেজদাহর প্রয়াসের ;
চাই আমি অনুমতি।
তোমার তরে সকল বুনিয়াদ ; তোমার জন্য আরেকটি তাজমহল বানাবার ;
চাই আমি অনুমতি।


আমার নিশ্বাসে তোমার উষ্ণতা মেখে আছে ;
আমার বিশ্বাসে তোমার রিক্ততা মিছে আছে।
আমার অনুভূতির গলিতে তোমার অবাধ চলাচল ;
আমার ভালবাসার মিছিলে তোমার অবাধ কোলাহল।


কৌলাচারীর মোড়কে ঢাকা আমিতে প্রতি-দানের ঘরটা তবু আজও ফাঁকাই আছে,
ধার্মিকতার মোড়কে ঢাকা আমিতে প্রতি-ওয়াক্তের দোয়াতে শুধু তোমার নামই আছে।