অবুঝ মন
মোহাম্মদ মহসিন রেজা


পথো চেয়ে আছি
কোনো এক ধংস ইস্তূপের মাঝে
খোজার কেও নেই আমার,
বিশসাস মনে..
তুমি নিবে খুঁজে
এসোনা কাছে আবার!

দুর্বিক্ষ আজ গ্রাস করেছে
খুদার্থ হৃদয় নেই পানাহার,
কোনো কিছুতেই যেন মিটবেনা,
না পাওয়ায় সংস্পর্শ তোমার!

মোন বলে আসবে ফিরে একদিন
হোকনা যুগ যুগান্তর ,
বায়না ধরেছে শক্ত হৃদোয় আমার
তুমি ছাড়া সবিই নাকি অবান্তর!

লোকালয় যেন জনসুন্ন
ধরণী মরুভূমি,
প্রকিতি যেন হারিয়েছে সবুজ
হারিয়েছো বলে তুমি!

স্বাধীনতা আমি হারিয়েছি দেহের
মনের সাথে যুদ্ধ,
মোনের তাড়নায় হয়েছি আমি
জীবনের উপর ক্ষুব্দ!

যুদ্ধের জয়
মনের যদি হয়,
ধরণী মোর বিদায়!
কেদোনা তখন
হারাবো যখন,
যদি পরকালে দেখা হয়!