নিস্তব্ধ পরিবেশ আর শীতল হাওয়া
শিশির বিন্দু দিয়ে ঘাস ফরিনের খেলা,
রসের হারি ঘাড়ে নিয়ে কৃষকের হেটে যাওয়া
সোনালী রোদ উকি দিচ্ছে বাংলার সকাল বেলা!

কোকিলের কুহু কুহু ডাক
সবুজের সোনালী সুফলা,
কিশোরের ঝাপ দিয়া পুকুরে খেলা
আরো সুন্দর বাংলার দুপুর বেলা!

পাখিদের কিচির মিচির ছুটির ঘন্টা
কৈশোরের ছোটাছুটি বাসায় ফেরা,
শিশুদের হই চৈ মাঠে মাঠে খেলা
মনে কতো আনন্দ বাংলার বিকেল বেলা!

অর্ধদোবা সূর্যের লাল আর সবুজের আভা
শত পাখির দল উড়ে নিরে ফিরে যাওয়া,
ঘরে ঘরে টিপি টিপি আলো আর সন্ধা তারা
  দারুন এক অনুভুতি বাংলার সন্ধা বেলা!

ঝিজি পোকার শিস আর কিশোরের বই পরা
অন্ধকারে অদ্ভুত সুন্দর জোনাকিদের আলো জালা,
চুপ চাপ চারিদিক এবার ঘুমের পালা
শান্তির আরেক অনুভতি বাংলার রাতের বেলা!