বাংলা আমার মা
তোমায় কতদিন দেখি না,
যুগ যুগান্তর ধরে পরবাসে,
তবু কেন তোমায় ভুলতে পারি না!

কোনো এক বৃষ্টির দিনে
তোমায় বড্ড পরে মনে,
মন জুরাত সেথায়
  তুমার মাটির ঘ্রাণে!

সর ঋতুর দেশ বাংলায়
দখিনা হাওয়া খোলা জানালায়,
মন জুড়িয়ে যেত যখন
মন ফেটে তুমায় মনেপরে এখন!

সবুজ সমল তুমার গর্ব
সারা দুনিয়ায় পাবেনাকো,
এমন দেশে জন্ম যার
বুক ভরা তাই গর্ব তার!

মেঠো পথের ধুলো পায়ে
গরম তুমি খালি গায়ে,
অনুভতি টা বুঝবে না কখনো
যদি না হয় বাংলায় জন্ম!

মা তুমার কাছে আমি চির রিনি
এমন দেশ পৃথিবীর কথাও দেখিনি,
তুমি জন্ম দিয়েছিলে বলে
সারা জীবন থাকবো বাংলার কোলে...!