মায়ের মমতা
সব চেয়ে মধুর,
কাছে ছিলে যখন
বুঝিনি কদর!


আজ তুমি বহু দুরে
মা তুমায় মনে পরে...


মায়ের হাসি
সবচেয়ে দামী,
বীকোল্পো তার
পাবে না হে তুমি!


আজ তুমি বহু দুরে
মা তুমায় মনে পরে...


মায়ের ডাক
যেণো রিদয়ের সুর,
সুনতে পাই আমি
দুর বহুদূর!


আজ তুমি বহু দুরে
মা তুমায় মনে পরে...


মায়ের সমাদর
বিনা সার্থে,
অপরের সমাদর
সুধুই অর্থে!


আজ তুমি বহু দুরে
মা তুমায় মনে পরে...


মায়ের দোআ
সন্তানের জন্য,
বিধাতা সুনে
তাত্ক্ষণিক গণ্য!


আজ তুমি বহু দুরে
মা তুমায় মনে পরে...


মায়ের ত্যাগ
চিন্তার বাইরে,
কতটা কষ্টে
আমায় গর্ভে ধরে!


আজ তুমি বহু দুরে
মা তুমায় মনে পরে...


মায়ের সন্তান
জীবন ভর শিসু,
যত বড়ই হউ
মা বোঝে না কিছু!


আজ তুমি বহু দুরে
মা তুমায় মনে পরে...


মা তুমি আমার
জীবনের আহবায়ক,
মায়ের শেষ নিশ্বাস
সবচেয়ে বেদনা দায়ক!


আজ তুমি বহু দুরে
মা তুমায় মনে পরে...


মা তুমি,
হয়োনা নিষ্ঠুর
সন্তানকে রেখে,
যেওনা বহুদূর!


তোমার সন্তান
আজ বড্ড একা,
কেমনে থাকবে
না পেলে দেখা!


চলে যদি জাবে
তুমি হয়ে অবুঝ,
তবে কেন দেখালে
আমায় ধরণী সবুজ?


মা কেন চলে গেলে দুরে
পৃথিবীকে আমায় উত্সর্গ করে...!!!!