মে‌লে দিই প্রাণ, খু‌লে দিই সমস্ত সংসার , বাকী থা‌কে না অর্থসংস্হান!
তোমার প্রা‌ণের দাবি না মেটা‌তে পা‌রি, মিটাই প‌বিত্র পান,
‌চোখ খু‌লি অার বন্ধ রা‌খি ভাবনার দোয়া‌রে অানচান,
নিরালায় অ‌বেলায় কাল‌বেলায় স্মৃ‌তিমন্হ‌নে অম্লান,
ফু‌লেরা সৌন্দর্য বিলা‌য়ে ঝ‌রে প‌ড়ে নিঃস্প্রাণ,
তারারা রা‌তে জ্ব‌লে দি‌নে হয় অদৃশ্যমান,
‌কে পায় কে পায় না তার হি‌সে‌বে সব হিসাব না হয় ফলবান,
অাম‌ারি প্রাণে থাক না, থাকুক না তোমা‌রি যেখা‌নে প্রাণ,
সাদা‌সি‌ধে জীব‌নের দোহাই দি‌য়ে ক‌তো থাকলাম কম্পমান,
প‌থ বা‌কের পর বাক নি‌বে, পথ মে‌লে যা‌বে প্রতীয়মান,
‌দিগন্ত‌ে রা‌শি রা‌শি মেঘ, রংধনু দিন রা‌তে ক্ষনকাল দীর্ঘায়ুমান,
‌বিবর্ন, বর্ণ, দেখা অ‌দেখা সমস্ত উপমা‌তে খু‌জে পাবে অামার গান,
কাল চ‌লে গে‌লে, ফু‌রি‌য়ে গে‌লে থা‌কেও তো বিশ্বসংসা‌রে‌র গুলিস্তান,
‌চোখ বন্ধ ক‌রে বে‌হেশত দোয‌খের খোজ না পাই, কল্পনা‌তেই হয় প্রস্হান,
‌নি‌শি কা‌ব্যে দিবা কা‌ব্যে কোথায় নাই তার স্হান।।