ব‌সে ব‌সে এত ভাবনা কবিরা ই পা‌রে,
‌কেমন যাই দিন, কেমন যাই রাত এপা‌ড়ে ওপা‌ড়ে,
সুনসান রা‌তের নীরবতায় ঘ‌ড়ির টিক টিক শব্দ‌ে,
ক‌তো ভাবনা ভা‌সে নীর‌বে নির্জ‌নে ভূ‌মে অার অার‌শে,


প্র‌তি‌নিয়ত খেলায় খেল‌ছে সম‌য়ের ঘূরণায়মান মাঠ,
ক‌তো কিছু খোলাসা হয় সময় চ‌লে গে‌লে, নিরঝনজাট,
সবাই ক‌র্মে, ভাবু‌কেরা ভা‌বে সমান ভরাট,
হৃদ‌য়েরা দু‌লে চ‌লে হুটহাট,


এ‌তো উচু প‌দে থে‌কেও ক‌তো নিঃস্প্রাণ বু‌লি ছ‌ড়ি‌য়ে,
জ‌ড়ি‌য়ে গে‌ছে সমা‌জের গ‌লে হা‌রি‌য়ে,
‌নির্গত হ‌য়ে রা‌শি রা‌শি মিথ্যার সীমা ছা‌ড়ি‌য়ে,
প‌ড়ে থা‌কে ক‌ন্ঠের হাড়, সম‌য়ের দ ুধার মা‌ড়ি‌য়ে,


সত্য‌ কে, ভা‌লো‌েকে, অা‌লো‌ কে ক‌তো অ‌চেনা দেখায়,
অ‌চেনা মা‌নে কি ? খু‌জে পাওয়ায় তো দায়,
এ‌তো ক্ষুদ্র স্বার্থ বৃহৎ হয় এই ধরায়,
‌বিলাপ না ক‌রে বলুক প্রকৃ‌তি হিং‌সে হয় তোমায়!