অস্ত সূ‌র্যের পা‌য়ে ব‌সি, জানালা বে‌য়ে র‌শ্নি মা‌খে গঁায়,
‌কি‌চির মি‌চির এ পা‌খি শুহু‌রে বেলায় গান গে‌য়ে যায়,
‌দিগন্ত পা‌ড়ের অা‌লোছায়া খে‌লি‌ছে খেলা চো‌খে মু‌খে, পড়ন্ত বি‌কেল বেলায়,
‌যে অা‌লো রে‌খে‌ছি বু‌কে, সব কি তার ঝুটা অাঁধা‌র দেখায়?
অা‌লোকে, শুভ্রতা‌কে, প‌বিত্রতা কে যে অাক‌ড়ে রে‌খে‌ছে বুকভ‌রে,
সত্যগা‌নের সু‌রে ঝংকার বীণার তা‌রে নিরাশা বুকজু‌ড়ে!
লু‌টে প‌ড়ে যায় বিপথ প‌থে, মানব য‌বে যা‌বে পথ খু‌ড়ে খু‌ড়ে!
পৃ‌থিবীর শৃংখ‌লে অনু পরমানু, ভৌত জী‌বে জ‌ড়ে,
মাত্রাভ‌রে কি রে‌খেছ সুমাত্রা দুহাতে গ‌ড়ে!
‌কি অার্শিবা‌দে কি প্রভা‌বে জে‌গে উঠে শরী‌রের ক্যাল‌রি,
প্রাণ জৈব যো‌গে, হি‌মো‌গ্লো‌বি‌নে কি খেলা খে‌লে অা‌লো অাধঁা‌রি!
মগ‌জে লে‌প্টে প‌ড়ে দো চো‌খে দেখা সমস্ত সংসা‌রি,
স্পাইনাল কর্ডে ঠিক‌রে পরা পুন:পুন: অাহাজা‌রি।