দুর্বা ঘা‌সের বু‌লি, ধু‌লিময় রাস্তা বিজন ব‌নের বুলবু‌লি,
‌বিশাল ক‌ড়ি গাছ, নির্জনত‌ার বাহাস, প্রান্ত‌রের রৌদ্র ঝু‌লি,
‌চৈ‌ত্রের হা করা শা‌লিক পিপাসায় ব্যাকুল পথ পা‌ড়ে,
উ‌ড়ে উড়ে তবু খো‌জেঁ খাবার পে‌টের অারা‌ধ্যে,
সাদা প্রজাপ‌তি, হলুদ প্রজাপ‌তি, ঘুঘু, শা‌লিকেরা অলস মধ্যা‌হেৃ,
খু‌জেঁ ফি‌রে সংসার জীবন সক‌াল সন্ধ্যা সায়া‌হেৃ,
ক‌তো কথা ব‌লে তারা থে‌কে থে‌কে অা‌য়োজ‌নের প‌রে,
তব ভাষা অভাষা ঠে‌কে সবার ম‌নে,


কারা যায়, কা‌রে থা‌কে সংসার পা‌নে,
ভবঘু‌রে রা ঘু‌রে অার অা‌ড়ি দেয় প্রভুর কা‌নে!
সবুজ কুচু‌রিপানায় সুন্দর সাদা বেগু‌নি ফুল,
ম‌রে যা‌বে হায় অ‌গো‌চরে অসম‌য়ে নির্ভুল,
হালকা বাতা‌সে হৃদয় হা‌সে,
শরী‌রে অক্সিজেনে র সা‌থে কে না‌চে!
ভুট্রা ক্ষে‌তের ধা‌রে অার ভিত‌রে,
সবুজ না‌চে, সবুজ বাঁ‌চে, সবুজ ম‌রে অাঁধা‌রে!