চির বিপ্লবী অা‌মি, প্রে‌মের দা‌মে ক্রেতা অপবাদ বহনকারী,
মানুষ যা‌রে অমানুষ ভাবে সেই অা‌মি,
‌প্রে‌মের দামে বঞ্জণা কি‌নি হে প্রভুস্বামী,
খু‌টিয়া নিয়া‌ছি চির অাধা‌রের পথ, চির‌বিবাগী,
‌চির পথ হারা অা‌মি, যে ভা‌লোবা‌সে অামা‌রে সে অাসা‌মি!
কন্ঠ রুদ্ধ কান্না ,সমস্ত ঘৃনার তো‌ড়ে ভে‌সে যাওয়া মুখখা‌নি,
‌মে‌লে ধ‌রে মায়া, মমতা, অার অা‌বেগ জা‌নি,
সব‌ কিছু, সবমানু‌ষেরা পাপ, অন্যায় বলা সব প্রানী,
অামা‌রে ফা‌সি‌তে কেন দি‌লে না, অা‌মি ব‌ড়ে‌া অাসা‌মি,


‌চির ভা‌লোবাসার প্রান, সব কিছু উ‌ড়ি‌য়ে পু‌ড়ি‌য়ে খান খান,
সব‌ মর্যাদা ফে‌লে দিলাম পা‌য়ের তলে, অা‌মি অজ্ঞান,
অা‌মি যা না তাই ক‌রে‌ছি, সবসময় ভা‌লোবাসা‌রে দি‌তে প্রমাণ,
জানি সবকিছু মু‌ছে যা‌বে সবার, অামার কিছুই মুছ‌বে না,যা ছি‌লো কষ্ট বিদ্যমান,
সৃজনশীলতা মু‌ছে ছি‌লো পা‌পের তো‌ড়ে কিছু ছিল না বহমান,
প্রা‌নের ত‌রে প্রান দি‌য়ে মু‌ছে ছিলাম, অামার শত হতাশার পরান,


যারা অামার জ‌ন্যে কষ্ট পে‌য়ে অ‌ভিশাপ দেয় অাকাশ বাতাস পা‌নে,
তা‌দের জ‌ন্যে ব‌লে যাই কে ভা‌লো কে খারাপ সব খোদা ই জা‌নে,
সব গুণ, সব ভা‌লো যাকে দি‌তে গি‌য়ে সফল হ‌য়ে‌ছিলাম,
সব হা‌রিয়‌ে সব ভু‌লে অা‌মি মাথা নিচু ক‌রে রই, কে কার!
জা‌নি , এমন হবে প‌রিনাম সম‌য়ে অসম‌য়ে,
‌কেন জান‌বো না? ক‌বির চে‌য়ে ভ‌বে অার কে বেশী জা‌নে?