অবলা, পেয়েছ বলার ভাষা  
কড়ারঙের আঁটসাঁট সালোয়ারে,
সরু কিংবা প্রশস্ত কোমল জঘনে
লেপ্টে থাকা পরনের লেগিংসে।


অব‍্যক্ত মুক্তির গান ছড়িয়ে দিয়েছ
তোমার ঘোমটাখোলা এলোমেলো চুলে,
গলায় প‍্যাঁচানো খাদির উড়না আর
পাজামার পাড়টি টাখনু বরাবর তুলে।


দমিত উচ্ছলতা ছড়িয়ে দিয়েছ
বক্ষজড়ানো কাঁচুলির লাল রঙে,
হাজার যুগের চাঁপাস্বপ্ন এঁকেছ
ঐ বেগুনী রঙের পিঠখোলা ব্লাউজে।


তরুণী,বিঁধেছ ক্ষোভের তীক্ষ্ম তীর
সুচাল, সুচাগ্র,সরু পিউমার হাইহিলে,
অবগুণ্ঠিত সৌরভ বিলিয়ে দিয়েছ
খোঁপায় বাঁধা লালগোলাপ ফুলে।


অবলা, পেয়েছ বলার ভাষা
তোমার কাজল-রাঙান অবাধ্য চোখে,
বল,বছরে-বছরে তথা সাল ও সনে
স্বপ্ন যখন এঁকেছ, কে আছে এবার রুখে?