স্বপ্নে বাঁধা ঘর আমার
লোকালয়ে ভেঙে যায়,
গাঁদা ফুলের গাঁথা মালা
অবহেলায় শুকিয়ে যায়।


শত জনম বুনছি যারে
ভালোবাসার সুতোয়,
সে চলে যায় অনায়াসে
নিত্য নতুন ছুতোয়।


জীবনটা মোর স্বপ্ন হলো
তাহার প্রেমের মোহে,
বাস্তবতা বিকিয়ে দিয়ে
গেলাম ক্ষয়ে ক্ষয়ে।


রক্তবর্ণ লাল শাড়িতে
বুনে দিলাম আশা,
লাল গোলাপের ঘ্রাণে
দিলাম ভালোবাসা।


তবু কি সে আপন হলো?
হলো আমার কেউ?
সবাই যেমন চলে যায়
চলে গেল সেও।