আজব!
একটি দেশ এমন হবে কেন
যে সেখানে তার স্হপতি হবে
খুন?
অথচ যার অঙ্গুলি হেলনে জীবন
দিয়েছে লক্ষ লক্ষ; শত্রুর বুলেটকে
ভ্রুকূটি করে ঝাঁপ দিয়েছে রুধির
সায়রে। ফ্যাদোমিটারের পর
ফ্যাদোমিটার নিচে নেমে ছিনিয়ে
এনেছে হীরাসমেত ঝিনুক!


একটি দেশ এমন হবে কেন
যে সেখানে ভূলুণ্ঠিত হবে
মানবতা?
অথচ সে দেশ যুদ্ধ করেছিল
মানবতার আর্তনাদ বন্ধ করতে!
ত্রিশ লক্ষ স্বাধীনতাকামী জীবন
দিয়েছিল বাংলার এই সবুজে ঘেরা
সমতল কুরুক্ষেত্রে মানবতার জয়গান
শুনাতে!


আচ্ছা, একটি দেশ এমন হবে কেন
যে সেখানে তার কৃষক ভাইয়েরা
অপুষ্টিতে ভুগবে?
অথচ ষোল কোটির মুখের অন্নের
জন্য তাদের রাত নেই, দিন নেই!
হাড় কাঁপানো শীতে কুয়াশার
চাদর ঠেলে তারা দেশের মানুষের
জন্য ধান বা গমের পরিচর্যা করে,
প্রখর সূর্যের তাপে তামা হয়ে, তীব্র
গরমে ক্লান্ত হয়ে শস্য উৎপাদন করে!


একটি দেশ এমন হবে কেন
যে সেখানে কোমলমতি শিশুরাও
ধর্ষিত হবে?
অথচ যে দেশের দুই লক্ষ মা বোনকে
ইজ্জত দিতে হয়েছে একটি ধর্ষণশুণ্য
সমাজ গড়তে!
এখনো এই দু'হাজার বিশে, কত শত
বীরাঙ্গনা কাতরাচ্ছে সেই দুর্বিষহ বিষে!


বলো, একটি দেশ এমন হবে কেন
যে সেখানে কেউ খাবার পাবে না
টাকার অভাবে?
অথচ কেউ আবার ভোজনে দশ
হাজার বিকোয় হোটেল শেরাটনে!
কারো হয়তো একশো টাকার অন্ন নেই,
কেউ আবার পাঁচশো খশায় ধূমপানে!
হাজার টাকার মদ্যপানে কেউ যায় বনে
দুই টাকার খাবার বিনে কেউ মরে কেঁদে!


শোন, একটি দেশ এমন হবে কেন
যে সেখানে মানুষ মানুষকে মারবে
ধর্মের পরিচয়ে?
অথচ যে দেশ মুক্তিযুদ্ধ করেছে হিন্দু
মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে ভ্রাতৃত্বে!
দেশমাতৃকার মুক্তির মিছিলে জবনের
হাতে হাত রেখেছে হিন্দুর ছেলে মেয়ে!