জন্মভূমি মাতা আমার
মায়ের লম্বা আঁচল,
যখন দরকার মমতা
ঠাঁই দেয় তার কোল।


ক্ষুধা পেলে ছুটে এসে
খাবার দেয় মুখে,
কান্না পেলে অশ্রু মুছে
জড়িয়ে ধরে বুকে।


যখন খুশি অভিযোগ
অনুযোগের সুর,
তবুও সে ধৈর্য দেখায়
বলে না, দূর দূর।


অসুখ হলে সেবা করে
সদা থাকে পাশে,
সুস্থ দেখার প্রার্থনায়
ওষুধ নিয়ে আসে।


জন্মভূমির ভালোবাসা
মায়ের সমান বড়,
জন্মভূমির জন্য এবার
একটুখানি নড়ো।


যেমন তোমার ঠাঁই দিল
দিল অনেক আশা,
বিনিময়ে ফিরিয়ে দিও
অনেক ভালোবাসা।


তবেই হবে সার্থক জনম
মাকে ভালোবেসে,
তোমার কীর্তি দেখে মাতা
থাকবে সদা হেসে।