নির্নিমেষ চেয়ে রই
নুয়ে পড়া লতাটার পানে,
মূহুর্তে ভাবনারা উদিত হয়
স্যাঁতাপড়া, শুষ্ক লতাটা ঘিরেই।
পাটকাঠি ও কন্চির মিশেলে
শক্ত খুঁটিও হাল ছাড়ে
লতাটুকু বাঁকিয়ে
গাঁয়ে জড়িয়ে রাখতে।


এ এক বড়ই একরৈখিক গল্প,
যেখানে বাহ‍্যিক দেহখানি
নিরেট অধোগামী হয়,
লৌহদন্ডে ঠেস দিয়েও
শির উন্নত রয় না।
টিকে থাকার অদম্য সাধ
আর পচন ধরার বিশুদ্ধতা
যখন সমান্তরাল হয়।


সহসা সচকিত হই
সোয়াভাগ শক্তিহীন লতাটির
ডানার ঝাঁপটায় বয়ে আনা
গাঁ জুড়ানো বাতাসে।
তাহার মৃদু আঘাতের দোলনায়
পত পত করে উড়তে থাকা
অশীতিপর লতাটার ভাঁজে ভাঁজে
প্রাণের অনিঃশেষ স্পন্দন
খুঁজে পাই!