আজ সকালে দ্বারে এসে
বললো পবন ডেকে আমায়।
পুবের আকাশ দেখবে তবে
সোনার রবি অরুণ আভায়।।


বিহগ কুলের কিচিরমিচির
সবুজ বনের ডালে ডালে।
ফুল কুমারীর ঘুম ভেঙ্গেছে
হাওয়ায় নাচে দেখবে তালে।।


ঝিলের জলে কুলকুলে ঢেউ
ডাউক পাখির গানের তালে।
পবদা পুঁটি টেংরা কাঁদে
বাঁধিয়া হায় জেলের জালে।।


ভেলায় ভেসে গগন তলে
মেঘের রাশি অনেক দূরে।
হৃদয় ভরা ভালোবাসা
সুর লেহেরী গায় সে সুরে।।


শিশির ভেজা সবুজ পাতা
সোনার রোদে চমক তাহার।
সপ্ত রঙ্গের বাহার দেখি
রঙ ধনুকের আসমানি হার।।