স্বরবৃত্তঃ ৪+৪/ ৪+১


শীতের শেষে ঝরে পাতা
শূন্য গাছের ডাল,
সুখের কালে বন্ধু যত
নাই সে দুখের কাল।


আশেপাশে মানুষ ভরা
গল্পে তারা বেশ,
খানাপিনা আড্ডা চায়ে
উজাড় করে দেশ।


কথায় যেন পানসী চলে
উজান নদীর ঢেউ,
সিক্ত করে হৃদয় ও মন
শ্রাবণে নাই কেউ।


নিজের ভালো খুঁজে তারা
মুখোশ পরা মুখ,
স্বার্থ পুরা হাতে তালি
এটাই তাদের সুখ।


ঠকলে শিখে বসুন্ধরায়
আপন কত পর,
তাই তো ভাঙ্গে কষ্টে গড়া
কত লোকের ঘর।