হালকা শীতের আমেজ মাখা বসন্তেরি দিন।
বনে বনে গাছের সারি শাখায় পাতা হীন।।
ডালে ডালে ফুলের কলি রঙ্গের আয়াজন।
মধুর লোভী মধুর মাছি ঘুরে সারা বন।।


কাঁচা রোদে শিশির কণা ঘাসের ডগায় জল।
মুক্তা মাণিক চিকিমিকি অরুপ ধরার তল।।
চাঁদনী রাতে চাঁদের কিরণ নদীর বুকে ঢেউ।
একের পরে একের আসা পাঠায় জানি কেউ।।


কৃষ্মচুড়া, শিমুল শাখে রক্ত রাঙ্গা ফুল।
দোয়েল কোয়েল মধুর গানে ঝুমে বিহগ কুল।।
রাখাল ছেলের বাঁশের বাঁশী উদাস করে সুর।
পবণ চলে দিগান্তরে সে তো অনেক দুর।।


গাঁয়ের পথ বাউল গীতি একতারা ঐ তান।
উদাস মাঝীর ঢেউয়ের সনে ভাটিয়ালী গান।।
জোনাক জ্বালে সন্ধ্যা বাতি আলোয় সারা বন।
যে ধার দেখি লাগে ভালো জুড়ায় আমার মন।।