দোয়েল কোয়েল ময়না টিয়া কত নামের পাখি।
সকাল সাঁঝে গাঁয়ে আমার করে ডাকা ডাকি।।
ভর দুপুরে আমের শাঁখে ঘুঘু পাখির ডাক।
টিনের চালে ঘুরে ফিরে পায়রা বাকুম বাক।।


শালিক করে কিচির মিচির ঝগড়া দিবসভর।
ক্ষণিক পরে গাছের ডালে বন্ধু চিরন্তর।
টিয়া পাখী ঘরের খাঁচায় নকল করে গান।
দিব্যি যেন মানব শিশু জুড়ায় লোকের প্রাণ।।


চড়ুই পাখির আনাগোনা খড়ের ঘরের চাল।
মানুষ কুলে বসত তাহার দেখছি চিরকাল।।
দোয়েল পাখি শিস দিয়ে গায় সেকি মধুর সুর।
হাওয়ায় ভেসে বিহান বেলায় মেঠো পথে দূর।।


বাবুই পাখী তালের গাছে কারিগরি ঘর।
ডাউক পাখী জলে ডাঙ্গায় তারা উভচর।।
হাজার হাজার পাখির মেলা কত তাদের নাম।
কেউ ফিরে যায় সন্ধ্যা ঘরে কারো সাঁঝেই কাম।।