রিম ঝিমঝিম বরছে পানি ঘরের কোণে মন।
আর পারিনা এমন করে রইবো কতক্ষণ।।
বিজলী চমক বারংবারে মেঘের শুনি সুর।
পায়ে বাঁধা শিকল তবে মনটা গেছে দূর।।


মেঘরে তোরা জানিস নারে আজ আমাদের ঈদ।
হাসি খুশীর এমন দিনে নাই যে মোদের নীদ।।
নতুন কাপড় খোশবু আতর নতুন সাজে সাজ।
কেউ সাজিবে ফুল কুমারী কেউবা বরের রাজ।।


এমন দিনে কেমনে জানিনা তোদের আগমন।
হাওয়ায় ঘোড়া চলছে ছুটে দোলে সবুজ বন।।
হবে না কি তাহার দেখা যেথায় আমার মন।
বছর ধরে গুনছি দিবস ঈদের শুভক্ষণ।।