কাজল চোখে কিসের মায়া হৃদয় ছোঁয়া তার।
পূনম রাতের পূর্ণিমা চাঁদ মানবে জানি হার।।
আলতা দুধে রঙ মিশানো তোমার এমন রুপ।
না বলো না রইতে আমায় পাথর যেমন চুপ।।


কথা তোমার ছন্দ জাগা মুরোল বাঁশীর সুর।
পায়েল যেন ঝনক বাজে কানে বাজে দুর।
তোমার দীঘল মেঘলা কেশে পবন করে মিত।
শনান শনান বয়ে চলা মেঘা শুনায় গীত।।


ফাগুন বুঝি সকল এনাম তোমায় দিয়ে দুর।
ভ্রমর অলি মধুর মাছি- শুনবে নানান সুর।।
আমার শুধু সেই গুনোগান সকল তারিফ তার।
এমন সুরত মাশাআল্লাহ তাঁহার উপহার।।