কোথায় যাবো এলাম কোথায়
সন্ধ্যা হল ঘোর।
যাত্রা শুরু সেই না কবে
সময় ছিল ভোর।।


শীতল হাওয়া সবুজ বনে
পাখির কলোরব।
কুসুম বাগে কুসুম কলি
ঘুমিয়ে ছিল সব।।


পথের মাঝে অনেক পেলাম
মাথায় নিলাম বোঝ।
আসল নকল তা জানি না,
সরল পথের খোঁজ।।


নিজের মনে নিজেই বারে
প্রশ্ন করি তাই।
গোলক ধাঁধাঁয় ঘুরছি শুধু
পথের দিশা নাই।।


সাগর জলের মতই যদি
পেতাম এমন পথ।
নাইবা হত উল্কা যেমন
উড়ে চলার রথ।।


ধির স্থিরে চলেই যদি
আপন ঠিকানায়।
ভালোই ভালো তন্দ্রা সুখের
আপন বিছানায়।।