পাহাড় থেকে নামতে বাজে
ঝুম পায়েলি সুর।
শুনে তাহার প্রতিধ্বনি
লোক লোকালয় দূর।।


পাথর নুড়ি তাহার সাথে
ঠুমরী গজল তান।
খুশি তাহার উপছে দুধার
লোকে বলে বান।।


আঁকা বাঁকা পথের চলা
মরু তেপান্তর।
নাইযে তাহার বিরাম কোন
নাই আরামের ঘর।।

দুই ধারে তার গাছ বা তরু
সবুজ পাতার বন।
সন্ধ্যা সকাল দোল দিয়ে যায়
উতাল সমীরণ।।


পাহাড় কোলে অবোধ শিশু
ঝর্না তাহার নাম।
বনের পরে বন থেমে যায়
চলে আবিরাম।।


ভর জোয়ানি ডাক দিয়ে যায়
নদী তাহার রুপ।
এঁকে বেঁকে গর্জে চলা
সাগর বুকে চুপ।।