হৃদয়ের কথা না চাই কহিতে আকাশে বাজিবে সুর।
স্বপনে দেখেছি কাজল নয়না আমা হতে বহু দুর।।
শাড়ীর আঁচল উতালী পবণ সবুজ ফসলে দোল।
ঠোঁট দু’টি তার পদ্ম পরাগ লোকে তার কোলাহল।।


ঘনি কালো কেশ শাউনে বাদল আধিয়ারা করি ছায়।
রুম ঝুম ঝুম বাজিছে পায়েল আলতা পরা সে পায়।।
কপালে বিন্দিয়া শাড়ীর বরণ খুশীতে নেমেছে ঢল।
শরত পাতায় শিশির কণা কাঁচা রোদে ঝলোমল।।


কোথা সে কোয়েল শত আছে সুর, শুনেছি তাহার তান।
কাশ বনে ফুল দুগ্ধ ধবল উড়ি উড়ি মধু বাণ।
মুখখানি তার আয়না আমার, আমার দেখেছি মূখ।।
স্বচ্ছ জলের ছোট ছোট ঢেউ তেমনি আমার সুখ।


না জানি কোথা আসলে স্বরূপ আমার ঠিকানা দুর।
বাউল কহিতে আমারে আমায় মনের বাঁশীতে সুর।।
চলিতে দেখিতে হয়তো সে দুর আমার কিনারে ধায়।
ফুলেল হাতের পরশে আমার জীবনে জীবন পায়।।