বাড়ীর পাশে কাটাদাড়া বিল পশ্চিম পুবাল ধাও।
শুনেছি হেথায় চলতো কভু রঙ্গ বেরঙ্গের নাও।।
চলে না এখন হারিয়ে যৌবন ভরাট পড়েছে মাটি।
এখানে ওখানে শেওলা জমাট নাই আর পরিপাটী।।


কচি কাঁচা রোদ বিহান বেলায় চিকিমিকি তার জল।
দখিণা মলয় বহে চলে শন ঢেউ চলে কলোকল।।
হাটু জলে মাছ বাঁধি সবে দল উজান ভাটির খেলা।
মাছরাঙ্গা পাখী এক পায়ে বসি কাটিয়া দিয়েছে বেলা।।


দুইধারে তার ছায়া ঘেরা গ্রাম লাল সবুজের পালা।
এপার ওপার এমনি যেমন বিনে সুতা গাঁথা মালা।।
এপার ওপার দুইপারে লোক নাহিবার ছলে এসে।
কথা বিনিময় প্রতি সমাচার খুশীর জোয়ারে ভেসে।।


দুইধারে তার বর্ষার জল আপনা মায়ার টানে।
বিলের বুকে প্রেম নিবেদন একে অপরের প্রাণে।।
পদ্ম শালুক আরও নানা ফুল একে অপরের মিত।
ডাউক সারস আরও কত পাখী শুনতাম কত গীত।।


বিহগ বিহগীর জল পান হেথা কিনার দুটিতে রাশি।
কুশুম সুবাস মৌ মৌ সদা হাওয়ার চলিত ভাসি।।
স্মৃতির দুয়ারে দিয়ে যায় উঁকি কথায় কথার রাশি।
কেমনে দেখি ওরে তোরে বিল আমি আজ পরবাসী।।