ফুল বাগিচায় ফুলের মেলা দখিন হাওয়ায় দোল।
শতেক শিশু ঘুমে অঘোর ঝাপটে মায়ের কোল।।
কেউবা নবীণ চোখ মেলেছে খুশীর ছলাৎ ছল।
মধুর খোজে উড়ে শত মধু মাছির দল।


সবুজ পাতা দেয় পাহারা কাঁটার হাতিয়ার।
সকাল বেলা শিশির জলে আলোয় চমৎকার।।
মেঘ চলে দুর বরষে ধারা ভালোবাসার টান।
জনম জনম মন মিতালী পাগল পারা প্রাণ।।


সাদা কালো লাল হলুদি রঙ্গের বাহার তাই।
পরীর মেয়ে গুন গুনানি খুশীর ছোঁয়া পাই।।
পাখীর নিবাস সকাল সাঁঝে কিচির মিচির গান।
দোয়েল কোয়েল শ্যামা ঘুঘু তাদের খুশীর বাণ।।


কেউবা নতুন কেউ পুরানা কেউবা ধরার তল।
মিশে গেছে মাটির সনে নয়ন ভরা জল।।
এমন রীতি চলছে কবে, চলবে অসীম কাল।
দুখের সুখের মালা বদল এইতো মায়ার জাল।।