কি জানি কেমনে রেখেছিনু পা পিছলায়ে বহুদূর।
আঘাত হেনেছে সারাটা শরীর, কেঁদেছি করিনি সুর।।
কি জানি কেহবা দেখেছে কিংবা না দেখা করেছে ভান।
দারুন ব্যাথায় ঘুরেছে দুনিয়া বাহির হবে যে প্রাণ।।


আপন ভাবিতে আকুতি নয়ন ইশারা বুঝে না কেউ।
দুখের দরিয়া মেতেছে তুফান ঢেউ চলে শুধু ঢেউ।।
চলে জনো স্রোত হাজারে হাজার থামে না তাহার ধারা।
হৃদয়ের ব্যাথা হৃদয়ে মরে বুঝিবে আবার কারা।।


মানবতা আর না পাই খুজিয়া হারিয়ে গিয়েছে দুর।
আশার স্বপন ভেঙ্গেছে সকল হয়েছে সকলই চুর।।
এমনি তবে কি চলিবে ভূবণ মায়া মমতার হীন।
আশার নদী শুকাবে সকল চলিবে এমনি ক্ষীণ।।