ভবের মোহে তোমায় ভুলে
ওগো জগতপতি,
পাপের পাহাড় গড়ে শত
এখন দেখি ক্ষতি।


আঁধার পথে নূরের জ্যাতি
দেখাও দয়াময়,
অধম তবে কাঁদছে বসে
তোমায় করে ভয়।


হৃদয় মাঝে জাগাও প্রভু
মৃত রুহের ঘুম,
ন্যায়ের পথে চলবো জানি
পাইলে ছোঁয়া চুম।  


পাহাড়গুলি নেকী সমান
দাও গো করে প্রভু,
তওবা তবে সকল পাপে
আর হবে না কভু।


তোমার দয়া আরশ ছায়া
রোজা হাশরে দিন,
পার করিও সকল বাধা
সব হিসাবে ঋণ।