পদ্মা পারের পদ্মাবতী নয়ন দুটি তার।
নীল গগনে সারি সারি তারার সমহার।।
নিশ্বাসে তার চৈতি হাওয়া পাতায় পাতায় দোল।
কুশুম বাগে গোলাপ জবা আমের গাছে বোল।।


কণ্ঠ যে তার পাতার বাঁশী চিরল চারল নাক।
ময়ূর নাচে পেখম খুলি পায়রা বাকুম বাক।।
চলায় আছে ছন্দ তারি সবুজ ধানের ক্ষেত।
পরীর মেয়ের নাচন আহা লোকের সমাবেত।।


রুপের ঝলক এমনি বাহা বিজলী চমক দুর।
তিমির রাতে আলোর পরশ লোকে সুরাসুর।।
হাতে পায়ে আলতা বরণ ঠোঁটে গোলাপ ফুল।
মধু মাছির গুন গুনানি হয়ত তাদের ভুল।।


যাদুয় ভরা মুখ খানি তার মায়ায় ভরা বেশ।
পদ্মাবতী পদ্মাবতী মুখর সারা দেশ।।
আমার বলা লোকের বলা মুখের বলা নাই।
সত্য হলে গল্প আমার সবার দোয়া চাই।।