সাগর পাড়ে আইসা দেখি অথৈয় জলের ঢেউ।
হৃদয় মাঝে ভয়ের তুফান নাই তো সাথে কেউ।।
ঢেউয়ের পরে ঢেউয়ের খেলা হয় না গুনে শেষ।
কেমন করে ভাসাই তরী যাবো আপন দেশ।।


বসবো কি আর, অন্য আশা, ভাসবে পরে নাও।
পিছন ফিরে দেখি আবার অনেক দূরে গাঁও।।
সময় গেছে পানির স্রোতে ফেরার আশা নাই।
সকাল এখন বিকেল হবে, সময় বসার নাই।।।


হৃদয় আমার বারে বারে কিসের ধোঁকা খায়।
আগের কদম পিছে চলে সাহস পাবার নাই।।
এমন করে সন্ধা হবে, আমার আপন জন।
তারা সবাই অনেক দুরে আমার মরুর মন।।


পাই গো যদি এমন সাথী পথের দিশা চাই।
নিরুদ্দেশে বলতো কথা দুখের সীমানায়।।
এমন জীবন হইলো গঠন, ভুলের ভুলে দিন।
হিসাব নিকাশ ব্যায়ের ভারে করছি শুধুই ঋণ।।