ঘড়ির কাঁটা টিক টিকিয়ে সময় চলে দুর।
নিত্য দিনে বয়ে আনে প্রভাত বেলার সুর।।
পশু পাখীর জীবন ধারা দানা পানির খোঁজ।
সকাল থেকে সন্ধ্যা চলে দেখি তাহা রোজ।।


আবীর রঙ্গে সূর্য হাসে মেঘের সমান্তর।
পবন চলে দুর প্রবাসে কোথায় তাহার ঘর।।
গোলাপ জবা জুঁই চামেলি হাজার নামের ফুল।
ঝিলের জলে ঢেউয়ের খেলা ক্ষান্ত তাহার কুল।।


গাঁয়ের পথে চলে কৃষাণ সাথে গরুর পাল।
কাহার খবর এমনি চলা কালের পরে কাল।।
গাছের পাতা সিক্ত ভেজা শিশির ফোঁটা জল।
কাঁচা রোদে মুক্তা যেমন দেখতে ঝলোমল।।