(৬)
মনির যখন জ্ঞান ফিরেছে সারা বাড়ী খালি।
দিনের রবি অস্ত গেছে রাতের আঁধার কালি।।
এধার ওধার দেখে মনি পাগলিনী বেশ।
চোখ দুটিতে জলের ধারা সাগর সারা দেশ।।
সেদিন থেকে দিন রজনী বন্ধ ঘরের দ্বার।
বলবে কথা, খাওয়ায় তারে সাধ্য আছে কার।।
মোড়ল জাদী পাগলিনী মন্দ কপাল হায়।
ভালবেসে রাখাল রাজে দুখ যে আংগিনায়।।


দিনে দিনে মাস চলে যায় বছর আসে ঘুরে।
দুরের মানুষ হয় যে আপন, আপন গেছে দুরে।।
অজান গাঁয়ে সব মানুষের মানিক পেল সাথ।
সুখের দুখের গল্পে কত কাটিয়ে গেছে রাত।।
সব পেয়েছে আপন সাথী তবুও হৃদয় মাঝে।
ঝড়ো হাওয়া বয়ছে শুধু সকাল দুপুর সাঝে।।


হঠাৎ সেদিন দুপুর বেলা যেমনি শুরু কাশি।
তারই সাথে রক্ত বমন হইল রাশি রাশি।।
গাঁয়ের লোকের ছুটা ছুটি বৈদ্য আনে ঘর।
পড়ায় পানি ছিটায় মুখে কমছে না তার জ্বর।।
লোকের চোখে ঝরছে পানি বর্ষা শাউন ধারা।
গাঁও খানিতে দুখের ছায়া পড়ে গেছে সারা।।
এমন করে যায় কত দিন পরাণ আয়ু শেষ।
না হয় দেখা প্রাণের সম জনম ভুমি দেশ।।
মনে মনে বুদ্ধি করে যাবে আপন গাঁয়।
মরবে সেথা মোড়ল বাড়ী বাঁশীর কবর ছায়।।


দিনের রবি অস্ত যাবে আঁধার ধরার বুক।
একলা পথে চলবে মানিক চিনবে না কেউ মুখ।।
আপন গাঁয়ে চলছে পথে মানিক বড়ই ধীরে।
হৃদয় মাঝে কঠিন জ্বালা চোখ ভরা তার নীরে।।
আঁধার রাতে পথের ধারে জোনাক জ্বালে আলো।
শত কালের বন্ধু জানি বাসে কত ভালো।।
ঝি ঝি করে ঝিঝি পোকা কেঁদে কেঁদে সারা।
অনেক দিনের দেখা তাদের বন্ধু পাগল পারা।।
আগে পিছে পা চলে না মুখে আসে খুন।
হৃদয় খানি ঝাঁজরা জানি খেয়ে গেছে ঘুন।।
হায়রে জনম সকল বৃথা অবুঝ ভালোবাসা।
জীবন শেষে দেখবে মনি মনে কত আশা।।


পশ্চিমাতে বিজলী চমক মেঘে মেঘে ভারা।
নামবে বাদল তুফান সনে সব আয়োজন সারা।।
হুমড়ি খেয়ে পড়ে মানিক জ্ঞান হয়নি হারা।
মোড়ল বাড়ী পৌছতে হবে তাই করিছে ত্বরা।
শুরু হল ঘুর্নি হাওয়া সাথেই বারীর ধারা।
বনের পাখীর আর্তধ্বনি নীড় হয়েছে হারা।।
ভিজে মাণিক বর্ষা জলে হামাগুড়ি চলা।
মনের যাহা গোপন কথা হয়নি কিছুই বলা।।
দেখা কি আর হবে না আজ যেথা সুখের খোজ।
মনে মনে প্রাসাদ গড়ে রাখি যাহা রোজ।।
কানে বাজে মরণ ধ্বনি কাছে আওয়াজ তার।
অল্পক্ষনে যাবে মুছে দুঃখ ব্যাথা ভার।।
হায়রে মরণ আয় না পরে পথের কিছু বাঁকি।
খাঁচার দুয়ার খুলবো নিজেই নিস যা পরাণ পাখী।
মোড়ল বাড়ী পৌছল মানিক বাঁশীর কবর পাশে।
হৃদয় মাঝে শতেক স্মৃতি একে একে ভাসে।।
মনের মাঝে দুখ নাহি আর এই তো ছিল চাওয়া।
সকল পেলো আপন করে হায়রে পরম পাওয়া।।