রিম ঝিম ঝিম শাউনের ধারা কালো মেঘ আঁধিয়ার।
ঝাপটে হাওয়া এধার ওধার খুলিছে ঘরের দ্বার।।
গাছে গাছে সব বুনো পাখী দল প্রহর গুনিছে কবে।
বরষার মেঘ যাবে উড়ে দুর সুরুজ আলোয় হবে।।


কুল কুল কুল বহে নালা দুর পানিতে বানের ধারা।
কুলে দুটি গাঁও গরু ছাগলের দুখের সীমানা হারা।।
এধার ওধার কুকুরের ছানা ডাকে নিদারুন সুর।
ঘরের কোনায় বিড়ালের ঘুম শুনা যায় ঘুর ঘুর।।


পথে ঘাটে নাই লোক চলাচল ঘরে ঘরে বসে তাই।
চলিছে কোথাও কবিতা আসর কোথাও বা খায় খায়।।
ফুলের কলিরা ঘুমে নত শীর শীতল বায়ুতে দোল।
এমনি তেমন শিশুরা যেমন ঘুমায় মায়ের কোল।।


ডাউক পাখীর একটানা সুর সকাল সাঁঝের মিত।
জোনাকি জ্বালায় সাঁঝের প্রদীপ ঝিঝিরা শুনায় গীত।।
এমনি শাউন আঁধিয়ার দিনে উদাস করে যে মন।
বহুদূরে আজ, নয়নের ধারা কোথায় আপন জন।।